Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর চাটখিলে ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি আটক

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ৩:১৪ পিএম

চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুইজন সাবেক ইউপি সদস্যসহ ৮ জুয়াডিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৯হাজার ২২৫টাকা ও ১১বক্স তাস উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, মঞ্জুর আলম, জামাল হোসেন, আব্দুর রহিম, সোহাগ হোসেন, মাসুদ আলম, আমির হোসেন, জামাল হোসেন ও আব্দুল মান্নান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টার দিকে সাধুরখিল গ্রামের পাল বাড়ির জামাল উদ্দিনের ঘরে অভিযান চালায় পুলিশ। এসময় ওই ঘরে জুয়া খেলা অবস্থায় সাবেক ইউপি সদস্য মঞ্জুর আলম ও জামাল হোসেনসহ ৮জনকে আটক করা হয়। জব্দ করা হয় নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃত ৮জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ