Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকটক, লাইকি তরুণ সমাজকে ধ্বংস করছে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

আজকাল তরুণদের মধ্যে টিকটক, লাইকির মতো অনেক অ্যাপস ব্যবহারের প্রবণতা দেখা যায়। করোনাকালীন সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছেলেমেয়েরা সময় কাটানোর জন্য এসব ব্যবহার করছে। কিন্তু এক সময় দেখা যায়, এসব মাধ্যমে তারা আসক্ত হয়ে পড়ছে। এমনও দেখা যায়, কেউ কেউ সারাদিন ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকে। যেখানে পারে সেখানেই ফোনের ক্যামেরা অন করে পাগলের মতো পাগলামিপনা শুরু করে দেয়। এমনকি রাস্তার মাঝে গাড়ি থামিয়েও ভিডি পর্যন্ত করে। অন্যদিকে ভিডিও ভাইরাল হওয়ার জন্য কতকিছু যে করা হচ্ছে সেসব বলে শেষ করা যাবে না। তাই টিকটক, লাইকির মতো অ্যাপসগুলো বন্ধ করা সময়ের দাবি হয়ে উঠেছে। আসুন, তরুণ সমাজকে এসব অ্যাপসের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তাদের সুন্দর জীনবে ফিরিয়ে আনি। অন্যদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অ্যাপস বন্ধের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি।
সিনথিয়া সুমি
শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।



 

Show all comments
  • Dadhack ২৮ জুন, ২০২১, ৪:৪৮ পিএম says : 0
    মানুষ আল্লাহর সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেই মানুষকে ছেড়ে দেন নাই তাদের জন্য দিয়েছেন কোরআন এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. নবীজি আমাদেরকে সহজ-সরলভাবে দেখিয়েছেন কিভাবে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে. আমরা কি করছি কাফেরের রচিত গণতন্ত্র দিয়ে দেশ শাসন করছে আর এর জন্য আজ দেশের মানুষ এবং দেশ ধ্বংস হয়ে গেছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন