Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিশরে আবাসিক ভবন ধস, চার নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১১:৫৬ এএম

আবাসিক ভবন ধসে মিসরের আলেকজান্দ্রিয়াতে চার নারীর মৃত্যু হয়েছেন। শুক্রবার আল-আটটারিন জেলায় অবস্থিত জরাজীর্ণ ভবনটি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এএফপি জানিয়েছে, চারজন নিহত ছাড়াও আরো চারজনকে উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। আলেকজান্দ্রিয়া প্রদেশের সরকারি ফেসবুক পেজ বলছে, পাঁচতলা ভবনটিকে সংস্কারের জন্য ২০১৮ সালে আদেশ দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ উপরের তলটি ভেঙে ফেলারও আদেশ দিয়েছিল।
সংবাদ মাধ্যম এএফপি বলছে, চারজন নিহত ছাড়াও নিরাপত্তা কর্মীরা আরো চারজনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। আলেকজান্দ্রিয়া প্রদেশের সরকারি ফেসবুক পেজ বলছে, পাঁচতলা ভবনটিকে সংস্কারের জন্য ২০১৮ সালে আদেশ দেওয়া হয়েছিল। উপরের তলটি ভেঙে ফেলারও আদেশ দিয়েছিল কর্তৃপক্ষ।
১৯-২০ শতকের গোড়ার দিকের অনেকগুলো ভবন রয়েছে আলেকজান্দ্রিয়া ও কায়রোতে। অনেকগুলো ভবনে সরকারি অফিস রয়েছে। আবার কিছু ভবনে সাধারণ মানুষ থাকেন। দুর্বল কাঠামো ও রক্ষণাবেক্ষণের অভাবে মিশরে প্রায়ই ভবন ধসে পড়ছে। সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিশর

২ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ