Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ হাজার আফগানকে সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে ১৩০ তালেবান যোদ্ধার আত্মসমর্পণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০২ এএম

আফগানিস্তানে ১৩০ জন তালেবান যোদ্ধা আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা বিভাগ। আত্মসমর্পণ করা যোদ্ধারা এ সময় ৮৫টি একে-৪৭ জমা দিয়েছেন। বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, আফগান গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি’র মুখপাত্র জিলানি ফরহাদ বলেছেন, জঙ্গিদের আত্মসমর্পণ নিরাপত্তারক্ষীদের অনেক বড় সাফল্য। এর ফলে হেরাত প্রদেশে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, প্রদেশগুলোর রাজধানীর আশেপাশের জেলাগুলো দখল করে নিচ্ছে তালেবান। মার্কিন সেনা প্রত্যাহার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা প্রাদেশিক রাজধানীগুলো দখলে নেওয়ার চেষ্টা করবে। আফগানিস্তান থেকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা। গত ১ মে থেকে সেনা প্রত্যাহার জোরেসোরে শুরু করে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে অর্ধেকের বেশি সেনা ফিরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, আগামী সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়ার কথা মার্কিন সেনাদের। গত মে মাস থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে গত ২০ বছর ধরে মার্কিন সামরিক বাহিনীর জন্য কাজ করেছেন, এমন হাজার হাজার আফগানকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে এ বলা হয়, এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় মার্কিন সেনাদের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ৫০ হাজার আফগান নাগরিককে সরিয়ে নেওয়া হতে পারে। এসব আফগান যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অবস্থান করছে। মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন। জানা যায়, যেসব আফগান দোভাষী যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছেন তারা বর্তমানে তালেবানের প্রতিশোধের শঙ্কায় ভুগছেন। মার্কিন সেনারা দীর্ঘদিন ধরে তাদের সাহায্য নিয়েই অভিযান পরিচালনা করেছে। তাই সেসব আফগানদের রক্ষা করতেই ওয়াশিংটন এমন পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে ১৮ হাজার আফগান যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আবেদন করেছেন। তবে প্রক্রিয়াটি দীর্ঘ হওয়ায় বিলম্ব ঘটছে। আগামী সেপ্টেম্বরের আগে তাদের অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। যেখানে তাদের আবেদনগুলো নিরাপদে চূড়ান্ত করা যেতে পারে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যারা আমাদের সহায়তা করেছেন তাদের একা ছেড়ে আসা হবে না। অন্য অনেকের মতো তারাও জীবন বাজি রেখে আমাদের সাহায্য করেছেন। আমরাও তাদেরকে এখানে স্বাগত জানাই।’ এদিকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে যুক্তরাষ্ট্রে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শুক্রবার হোয়াইট হাউসে বাইডেন ও তার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছেন। তারা আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন। বিবিসি।

 



 

Show all comments
  • হাবীব ২৭ জুন, ২০২১, ১১:১২ এএম says : 0
    কোন লাভ হবে বলে মনে হচ্ছে না
    Total Reply(0) Reply
  • আবদুর রহমান ২৭ জুন, ২০২১, ১১:১৩ এএম says : 0
    খুব শিগ্রই তালেবানরা আফগানের রাষ্ট্র ক্ষমতা দখল করবে
    Total Reply(0) Reply
  • কামরুল ইসলাম ২৭ জুন, ২০২১, ১১:১৮ এএম says : 0
    আফগানিস্তানের পশ্চিমা বিশ্ব তথা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ষড়যন্ত্র আর সফল হবে না। আমেরিকার সৈন্য প্রত্যাহারের পরে খুব অল্প সময়ের মধ্যে তালেবানরা আফগানিস্তানের রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করবে। ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply
  • খোরশেদ আলম ২৭ জুন, ২০২১, ১১:১৯ এএম says : 0
    আফগানিস্তানে ১৩০ তালেবান যোদ্ধার আত্মসমর্পণ----- এটা কেন জানি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।
    Total Reply(0) Reply
  • গোলাম ফারুক ২৭ জুন, ২০২১, ১১:২০ এএম says : 0
    আফগানিস্থানে পশ্চিমা বিশ্বের বড় বড় পরাজিত হয়ে এখন নানা ধরনের নাটক করছে। তবে এখনো নাটকে আর কোন কাজ হবে না
    Total Reply(0) Reply
  • হক ২৭ জুন, ২০২১, ১১:৫৪ এএম says : 0
    দালালদের নিরাপদে সরিয়ে নেবে আমেরিকা। তা না হলে খবর আছে। বিশ বছরের দালালির প্রতিশোধ অপেক্ষা করছে
    Total Reply(0) Reply
  • Mostafakamal ২৮ জুন, ২০২১, ৫:২৬ এএম says : 0
    গুড বাই!
    Total Reply(0) Reply
  • Mostafakamal ২৮ জুন, ২০২১, ৫:৩৮ এএম says : 0
    গুড বাই!
    Total Reply(0) Reply
  • আব্দুল্লাহ আল মামুন ২৮ জুন, ২০২১, ১০:১৩ এএম says : 0
    আলহামদুলিল্লাহ তালেবান অতি শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা নিয়ে যাবেন আমরা এতে খুশি আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ