Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চাকরির পরীক্ষা ও আমাদের সমস্যা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০৩ এএম

দেশে চাকরির পরীক্ষা বলতে সাধারণত সরকারি চাকরির পরীক্ষাকেই বোঝানো হয়। এই সরকারি চাকরির পরীক্ষায় সৃষ্টি হয়েছে নানা সমস্যা। তার মধ্যে অন্যতম হলো পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার ফি। দেশে সকল চাকরি পরীক্ষা এখন রাজধানী শহর ঢাকাকেন্দ্রিক। ৬৪ জেলার শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হলে চাকরির পরীক্ষার জন্য যেতে হয় ঢাকায়। পড়াশোনা শেষে শিক্ষার্থীরা এমনিতেই থাকে মানসিক চাপে, তার উপর আবার যাতায়াতসহ নানা খরচ। ঢাকাকেন্দ্রিক চাকরির পরীক্ষা হওয়ায়, একটি চাকরির পরীক্ষা দিতে বেকার তরুণ-তরুণীদের গুনতে হয় কম করে হলেও চার থেকে পাঁচ হাজার টাকা। এক্ষেত্রে তরুণীদের পরিবহন এবং থাকার জায়গা নিয়ে পড়তে হয় নানা অনিশ্চয়তার মধ্যে। ফলে ঢাকার বাইরের মেয়েরা তুলনামূলকভাবে কম সংখ্যায় অংশগ্রহণ করতে পারছে পরীক্ষায়। তাই সার্বিক বিবেচনায় নিয়ে সকল চাকরির পরীক্ষা বিভাগীয় শহরকেন্দ্রিক গ্রহণ করা সময়ের দাবি। পাশাপাশি চাকরির পরীক্ষার ফি কমানো উচিৎ। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষ সুদৃষ্টি দেবেন বলে প্রত্যাশা করছি।

শাবলু শাহাবউদ্দিন
পাবনা



 

Show all comments
  • আব্দুর রহমান ২৭ জুন, ২০২১, ১:২২ এএম says : 0
    ঠিক বলেছেন,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন