মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার (২৫ জুন) এ রায় ঘোষণা ঘোষণা করা হয়।
দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ এপ্রিল ১২ সদস্যের জুরি বোর্ড মি. চৌভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। এরপর শুক্রবার (২৫ জুন) সেই সাজা ঘোষণা করে আদালত। আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন ফ্লয়েডের পরিবার এবং সমর্থকরা।
গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়াপলিসের রাস্তায় জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার জর্জ ফ্লয়েডের ঘাড়ে চৌভিন (৪৫) হাঁটু গেড়ে বসলে এতে মৃত্যু হয় ফ্লয়েডের। এ ঘটনার মাত্র ৯ মিনিটের একটি ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এমনকি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন শুরু হয় গোটা বিশ্বে। ফ্লয়েডের মৃত্যুর পর তার পরিবার মাসখানেক পর শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।