Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক সেবনের দায়ে ৫ জনের সাজা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২২, ৬:০৪ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ যুবককে সাজা দেয়া হয়েছে।শুক্রবার সন্ধা ৬ টায় এ সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় উপজেলা সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামের দক্ষিণ বড়বন্দ গ্রামের মৃত আব্দুল ছাত্তার ছেলে রাকিব (৫০),বড়বন্দ গ্রামের মৃত নূর ইসলামের ছেলে জাহিদ হোসেন (২৬) ও পূর্ব মাছিমপুর গ্রামের মুস্থাক আহমেদের ছেলে শাওন আহমেদ (২৬),একই গ্রামের মৃত ইউসৃফ আলীর ছেলে বাবুল মিয়া (৫০), বীরু আহমেদ কে (২৮) মাদক সেবনের সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ ও সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহযোগিতায় তাদের আটক করে। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদক আইনে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ২ হাজার টাকা,তিন জনকে ১ শত টাকা এবং একজনকে ৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।



 

Show all comments
  • MD Shagor Hassan ১৮ নভেম্বর, ২০২২, ৬:১৫ পিএম says : 0
    মাদকের বিরুদ্ধে প্রশাসনের আরো কঠোর হতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাজা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ