Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চেক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১:৩২ পিএম

ব্যাংক চেক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

গ্রেফতারকৃত মো.মোশারেফ হোসেন মিলন (৫৭) উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মকবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। এর আগে, গতকাল সোমবার ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে চেকের চারটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মিলনকে ঢাকার যাত্রা বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৬টি ব্যাংক চেক জালিয়াতির মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি ৪টি মামলায় ৪ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৩৪৮ টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

এসপি আরো জানায়, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে মিলনকে মঙ্গলবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাজাপ্রাপ্ত আসামি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ