Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্নারদের শাস্তি চান ওয়ার্ন!

বাংলাদেশ সফরকে ‘না’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ১২:০৩ এএম

গত ১৬ জুন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের চ‚ড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চ‚ড়ান্ত দল ঘোষণার আগেই প্রাথমিক স্কোয়াডে থাকা দলের শীর্ষ সাত ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নেন। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কোস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসনের মতো তারকারা। খেলতে না চাওয়ার পেছনে কারণ হিসেবে কনুইয়ের চোটের কথা জানান স্মিথ। তবে বাকিরা? তাদের তো চোট সংক্রান্ত কোন জটিলতা নেই! ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছেন তারা। নিজ দেশের ক্রিকেটারদের এমন অখেলোয়াড়সূলভ আচরণে ক্ষুদ্ধ অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। এমনকি তাদের শাস্তিও চেয়েছেন এই ঘূর্ণির জাদুকর!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওয়ার্নার-ম্যাক্সওয়েলদের চাহিদা আকাশচুম্বি। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর-অক্টোবরে স্থগিত আইপিএলের বাকি ম্যাচগুলো খেলার জন্য ফিট থাকতে আগেভাগেই জাতীয় দল থেকে বিশ্রাম নিয়েছেন তারা। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে জাতীয় দলের ম্যাচ ফেলে আইপিএলে খেলার মানসিকতার সমালোচনা করে তাদের শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করছেন ওয়ার্ন। সাবেক এই অজি কিংবদন্তি লেগ স্পিনার বলেন, ‘যদি তারা অর্থ রোজগার করতে চায়, তাহলে সেটা চমৎকার। তারা অর্থ নিতে পারে। কিন্তু আপনি যদি দেশের জন্য ক্রিকেট খেলতে চান এবং দেশের খেলা ফেলে আইপিএলকে প্রাধান্য দেন, তবে এটার জন্য আপনার শাস্তি হওয়া উচিৎ।’ এছাড়া ভবিষ্যতে জাতীয় দলে খেলার সুযোগ হারানোর ব্যাপারেও ঐ সাত ক্রিকেটারকে সতর্ক করেন তিনি, ‘টাকার জন্য জন্য আইপিএল বেছে নিলে কিছু বলার নেই। কিন্তু অল্প কিছু টেস্ট ম্যাচ খেলতে অপেক্ষা করতে হতে পারে। অল্প কিছু ম্যাচে বাজে খেললেই আপনাকে বসিয়ে রাখা হবে। কারণ আপনি যত ভালো ক্রিকেটারই হন না কেন, এখানে সবসময় এমন খেলোয়াড় আছেন যারা আপনার জায়গা পূরণ করতে সামর্থ্য রাখেন।’
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্সকে মূল্যায়নের করা হবে বলে জানিয়েছেন। সেক্ষেত্রে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অজি স্কোয়াড থেকে একাধিক বড় নাম বাদ পড়ার শঙ্কা থাকছেই।ভেনেজুয়েলার ১২ জনের করোনা, দুঃসংবাদ চিলিতেও



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ার্নার

১৭ ডিসেম্বর, ২০২১
৫ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ