Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলে স্মিথ, ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম


অ্যাডিলেডে আগামীকাল থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। লঙ্কানরা গতসপ্তাহে স্কোয়াড দিলেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড গতকাল দল ঘোষণা করেছে । নিষেধাজ্ঞা কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের নেতৃত্বে দল ঘেষিত হয়েছে।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০’ কে বিবেচনায় রেখে দল সাজিয়েছে। দলটির প্রধান নির্বাচক ট্রেভর হনস বলেন, ‘আমরা সামনের বছরের বিশ্বকাপকে মাথায় রেখে দল দিয়েছি। আমরা আশা করি এই দল এক হয়ে টুর্নামেন্ট পর্যন্ত ভালো খেলবে। আমরা দল নির্বাচনের সময় প্রতিটি খেলোয়াড়ের ভূমিকা বিবেচনা করেছি। আমরা বিশ্বাস করি তারা যেকোনো পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে পারবে।’ স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির জন্য আগামি বছরের মার্চের আগে স্মিথ অধিনায়কত্বে ফিরতে পারবেনা। তাই ফিঞ্চের উপর টি-টোয়েন্টিতে ভরসা রেখেছে অজি ক্রিকেট।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ার্নার

১৭ ডিসেম্বর, ২০২১
৫ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ