গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বান্ধবীকে ভিডিও কল দিয়ে রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে বুধবার বিকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন একটি বেসরকারি ইউনিভার্সিটির ছাত্রী। ওই ছাত্রী শাহজাহানপুর মালিবাগের গুলবাগে সাবলেট থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। পড়াশোনার পাশাপাশি একটি বোরকা কোম্পানিতে চাকরি করতেন তিনি।
তার রুমমেট বান্ধবী বলেন, সে আইন বিভাগে পড়াশোনা করতো। একই বিভাগের এক ছাত্রকে বিয়ে করেন ২০১৯ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে। বিয়ের তিন মাসের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। নিহতের খালাতো বোন গণমাধ্যমকে বলেন, ছাড়াছাড়ির পরও বিভিন্ন সময় নিহতের বান্ধবীর ফোনে তাদের বিশেষ মুহূর্তের ছবি ভিডিও পাঠাতো। পরে তা ডিলিট করে দিয়েছিল। এসব নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল ওই ছাত্রী। বান্ধবীর দাবি, ঐ ছেলেটার কারণেই আত্মহত্যা করেছেন ওই ছাত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।