Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির সঙ্গে বার্সার চুক্তির ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ১২:০১ এএম

তাহলে বার্সেলোনাতেই থেকে যাচ্ছেন লিওনেল মেসি! ফরাসি গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, এই সপ্তাহেই এলএমটেনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে কাতালান ক্লাব।প্রতিবেদন অনুযায়ী আজই এই চুক্তির ব্যাপারে ঘোষণা দিতে যাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। এই দিন মেসির ৩৪তম জন্মদিন। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর প্রতিনিধির সঙ্গে এই ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে।
আগামী ৩০ জুন আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ শেষ হবে। গত আগস্টেই মেসি ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রিলিজ ক্লজ জটিলতার কারণে অনিচ্ছা সত্তে¡ও থেকে যান ৩৩ বছর বয়সী তারকা।
মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনায় পথচলা শুরু হয় মেসির। ৭৭৮ ম্যাচ খেলে রেকর্ড ৬৭২ গোল তার। বর্তমানে দেশের হয়ে কোপা আমেরিকায় খেলছেন তিনি। ‘এ’ গ্রæপ থেকে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তার দল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ