যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
সংযুক্ত আরব আমিরাতে রাউজানের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই যুবকের নাম মো. ফরহাদ মাসুদ (২৮)।সে (২১ জুন) সোমবার সকাল আমিরাত সময় সাড়ে ৭টার দিকে আবুধাবীর মোসাফ্ফা ২৩ নাম্বার সানাইয়ায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে... রাজেউন।
সে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের লাল মিয়া শাহ পাড়ার মোহাম্মদ আজাদ ফজলুলের ছোট ছেলে ও উরকিরচর মাদ্রাসার সাবেক ছাত্র।
অত্যন্ত অমায়িক ও বিনয়ী ফরহাদ মাসুদ স্ট্রোকে মারা গেছে বলে জানান স্থানীয় প্রবাসীরা। তারা জানায়, রোববার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে সুস্থ শরীরে ঘুমিয়ে পড়ে মাসুদ, তবে সকালে ঘুম থেকে ওঠেই তার শরীরে খারাপ লাগলে হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। পরে তার লাশ এ্যম্বুলেন্স করে পুলিশ নিয়ে যায়। বর্তমানে তার লাশ পুলিশ হেফাজতে আছে বলে জানাগেছে।
উল্লেখ্য, মাসুদ ভাগ্য পরিবর্তনের আশায় গত আট মাস আগে ভিজিট ভিসায় পাড়ি জমায় সংযুক্ত আরব আমিরাতে তবে ভাগ্য পরিবর্তনের আগেই বিদায় নিল পৃথিবী থেকে।
রেমিটেন্স যোদ্ধা মাসুদের অকাল মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে তার নিজ এলাকা, বন্ধুমহল ও প্রবাসীদের মাঝে।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।