বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা উপসর্গ নিয়ে ডেডিকেটেড হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা উপসর্গে এখন পর্যন্ত মারা গেলেন ২৭৯ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন।
সোমবার (২১ জুন) মারা যাওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা পৌরসভার কামালনগরের মোহর আলীর ছেলে এরশাদ হোসেন (৪৫), পুরাতন সাতক্ষীরার এম এ রশিদের স্ত্রী মর্জিনা পারভীন (৫৪) ও রাজারবাগান এলাকার রফিকুল ইসলামের স্ত্রী তহমিনা খাতুন (৫০)।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, করোনার উপসর্গ নিয়ে এরশাদ হোসেন ২০ জুন, একই তারিখে তহমিনা খাতুন ও মর্জিনা পারভীন ১১ জুন সাতক্ষীরা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারা রাতের বিভিন্ন সময়ে মারা গেছেন।
এদিকে, সাতক্ষীরায় টানা ৩য় সপ্তাহের লকডাউনের মধ্যেও মৃত্যুর পাশাপাশি করোনা সংক্রমনের হার বেড়েই চলেছে। সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যমতে, এপর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২,৯২৭ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২,০২৪ জন। তবে, বেসরকারি হিসেবে জেলায় আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি। প্রতিটি গ্রামে হাজার হাজার করোনার রোগী রয়েছে। বয়স্ক নারী-পুরুষের পাশাপাশি তরুন-তরুণীরাও আক্রান্ত হচ্ছেন। অনেকে মারাও যাচ্ছেন।
বিগত ২৬ এপ্রিল ২০২০ থেকে চলতি বছরের ৫ জুন সাতক্ষীরায় করোনা আক্রান্তের হার ছিলো ২০.২০ শতাংশ। লকডাউনের এই ১৮ দিনে সংক্রমণ বেড়ে হয়েছে ২৫.৯২ শতাংশ। বেড়েছে ৫ দশমিক ৭২ শতাংশ।
অপরদিকে, লকডাউনের মধ্যে জেলা প্রশাসনের ১২৭টি মোবাইল কোর্টের ৬২৪টি মামলায় প্রায় ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।