Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

টিকাদানে করোনা সংক্রমণ কমছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ৭:৫২ পিএম

দ্য টাইমস জানিয়েছে, কিছুদিনের দিনের মধ্যে প্রকাশিতব্য গবেষণা প্রতিবেদন প্রমাণ করে দেবে যে, করোনা ভ্যাকসিন নাগরিকদের সুরক্ষা দিচ্ছে এবং জাতীয় টিকাদান কর্মসূচিগুলি সংক্রমণ কমাতে কাজ করছে। ব্রিটেনের জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন (জেসিভিআই)-এর ডেপুটি চেয়ারম্যান অ্যান্থনি হার্নদেন বলেছেন, ‘প্রাথমিক তথ্যগুলি প্রাপ্ত বয়স্ক তরুণ এবং ৮০ বছরের বেশি প্রবীণ উভয় ক্ষেত্রেই প্রথম ডোজ থেকে ভ্যাকসিনের প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। সময়ের সাথে সাথে এর প্রভাব আরও বাড়বে বলে মনে হয়।’ তিনি বলেন, ‘এটা সম্ভব যে আমরা একটি বিলম্বিত দ্বিতীয় ডোজ দ্বারা আরও কার্যকর এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা পেতে পারি।’

এস্ট্রাজেনেকার পাশাপাশি জনসন এন্ড জনসনের ভ্যাকসিন মাঝারি মাত্রার কোভিড-১৯ উপসর্গ প্রতিরোধের ক্ষেত্রে ৬৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে এবং অন্য গুরুতর রোগের ক্ষেত্রে সংক্রমণ রোধে ৮৫ শতাংশ সাফল্য দেখিয়েছে। ব্রিটেন ইতিমধ্যে ৩ কোটি ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে। ইইউ ২০ কোটি এবং আমেরিকা ১০ কোটি ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে। ব্রিটেনের স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা বিষয়ক সচিব ম্যাট হ্যানকক একটি টুইটার বার্তায় বলেছেন যে, একবার ‘মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি’র কাছে সম্পূর্ণ তথ্য জমা দেওয়া হয়ে গেলে, ভ্যাকসিনটি সুরক্ষা, কার্যকারিতা এবং গুণমানের মান পূরণ করে কিনা, তা নির্ধারণের জন্য তারা প্রমাণগুলি বিবেচনা করবেন।’

দেশটির সরকারী পরিসংখ্যানে দেখা গেছে যে, আরও ৪ লাখ ১৪ হাজার ৪ শ’ ১৯ জনকে তাদের প্রথম ভ্যাকসিন ডোজ দেয়া হয়েছে। এর ফলে মোট ভ্যাকসিন প্রাপ্তদের সংখ্যা ৭ দশমিক ৯ মিলিয়ন দাড়িয়েছে। পরিসংখ্যান বলছে যে, ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস) আগামী মাসের মাঝামাঝি দেশটির চারটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ দলকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রায় অর্ধেকেরও বেশি এগিয়ে গেছে। সূত্র: দ্য ইভনিং স্ট্যান্ডার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্রমণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ