Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আরো ৩৪ জনের নমুনায় মিলেনি সংক্রমণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

চট্টগ্রামে আরও ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও তাতে কারও করোনাভাইরাস সংক্রমণ পাওয়া যায়নি। গতকাল শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, করোনা রোগী হিসেবে সন্দেহজনক ৩৪ জনের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটের বিআইটিআইডির ল্যাবরেটরিতে পরীক্ষার পর সন্ধ্যায় এ রিপোর্ট প্রকাশ করা হয়। চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত নগরীর দামপাড়ার সেই বৃদ্ধের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান সিভিল সার্জন। ওই বৃদ্ধকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি মারা গেছেন বলে একটি মহল গুজব ছড়িয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সউদি আরব থেকে ওমরাহ করে ফিরে আসা কন্যার সংস্পর্শে এসে ওই বৃদ্ধ সংক্রমিত হয়েছেন বলে জানান সিভিল সার্জন। উল্লেখ্য, চট্টগ্রাম অঞ্চলে প্রথম কক্সবাজারে শনাক্ত হওয়া বৃদ্ধাও ওমরাহ ফেরত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্রমণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ