Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রাগপ্রতিরোধী সংক্রমণ জরুরি অবস্থার মতো

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

ড্রাগ বা ওষুধ-প্রতিরোধী রোগকে (ড্রাগ-রেজিস্ট্যান্ট ডিজিজ) বিশ্বস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে দেখা উচিত বলে মনে করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তাই ২০২৫ সালের মধ্যে তিনি ব্রিটেনে এন্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণ শতকরা ১০ ভাগ কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এসব কথা জানানোর কথা তার। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। ড্রাগপ্রতিরোধী রোগ বা এন্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ মানবতার বিরুদ্ধে যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের মতো হুমকি বলে সতর্ক করেছেন তিনি। ম্যাট হ্যানকক আরো হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়েছেন, যদি সুপার-ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণে না রাখা হয় তাহলে হিপ বা নিতম্বদেশের অপারেশন, সিজারিয়ান সেবা হয়ে উঠতে পারে ভীষণ ঝুঁকিপূর্ণ। ডাভোসে তার প্রশ্ন তোলার কথা যে, যখন আপনার শিশুর আঙুল কেটে যায় এবং আপনি জানেন, বাসায় সংক্রমণের বিরুদ্ধে চিকিৎসায় কোনো এন্টিবায়োটিক নেই, তখন আপনার মনের অবস্থা কেমন হবে? প্রায় একশত বছর আগেও মানুষের অবস্থা এমন ছিল। তাই আমি চাই না যে, আমার সন্তানের ক্ষেত্রে ওই অবস্থা আসুক। ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রাগপ্রতিরোধী সংক্রমণ জরুরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ