মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজেবেথের সঙ্গে সাক্ষাতে মায়ের কথা মনে পড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তার থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের খোঁজও নিয়েছেন রানি। এ বছর জি-৭ সম্মেলনের আয়োজক যুক্তরাজ্য। যোগ দিতে যুক্তরাজ্য সফরে গিয়েছেন জো বাইডেন। গত রোববার সম্মেলন শেষে ৯৫ বছর বয়সী ব্রিটেনের রানি এলিজাবেথের সঙ্গে দেখা করেন বাইডেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জিল বাইডেনও।
সাক্ষাতের পর লন্ডন ছাড়ার আগে বাইডেন জানান, ‘রানির উদার মন। ঠিক যেন মায়ের মতো। আমার মায়ের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। উনার সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। আমার থেকে পুতিন ও জিনপিংয়ের খোঁজও নিয়েছেন তিনি। আরো একটু থাকতে পারলে ভালো লাগতো। তিনি খুবই ভালো মনের মানুষ।
উজ্জ্বল গোলাপি ফুলেল পোশাকে সেজে বাইডেন ও তার স্ত্রীকে বাকিংহাম প্রাসাদে স্বাগত জানান রানি এলিজাবেথ। রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করা ১৩তম মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
রানি তাকে এবং তার স্ত্রী জিলকে উইন্ডসর ক্যাসলে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। এর আগে কর্নওয়াল-এর জি-৭ শীর্ষ সম্মেলনের পরে শুক্রবার সন্ধ্যায় রানী তাদের প্রথম দেখা দিয়েছিলেন ইডেন প্রজেক্টে রয়্যাল ফ্যামিলি আয়োজিত ড্রিঙ্কস রিসেপশনে।
সাম্প্রতিক সময়ে বাইডেন চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট যিনি বাকিংহাম প্যালেসের পরিবর্তে উইন্ডসর ক্যাসলে রানির সাথে সাক্ষাত করেন। উইন্ডসর ক্যাসলেই সাধারণত রাষ্ট্র প্রধানরা রানির সাথে সাক্ষাৎ করে থাকেন। ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প উইন্ডসরেই আমন্ত্রিত হয়েছিলেন। সূত্র : ওয়াশিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।