Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপরে আটো চার্জার চালককে জবাই করে হত্যা!

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ১১:২৮ এএম

আজ শনিবার ভোরে, বিরামপুর থানা পুলিশ ট্রিপল লাইনের সংবাদের ভিত্তিতে বিরামপুর পৌর এলাকার শান্তিনগর মহল্লার মৃত,রজব আলী পচার পুত্র চার্জার চালাক রেজাউল করিম(৩৭)কে দৃরবৃত্বরা জবাই করে হত্যা করা লাশ পুলিশ উদ্ধার করে।
মৃত্যের পরিবার সুতে প্রকাশ, রেজাউল ইসলাম ঐ দিন রাতে আটো চার্জার নিয়ে বৃষ্টির সময় বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে আর ফিরে আসেনি। তার স্ত্রী সহ তিনটি সন্তান রয়েছে।গতকাল শুক্রবার, রাতের কোন এক সমায়ে বিরামপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ড শিমুলতলী- ভোবানীপুর পাকা রাস্তায় শিমুলতলী আম বাগানের পার্শ্বে বাঁশ ঝাড়ে সংলগ্ন পাকা রাস্তার উপর যাত্রীবেশী দুরবৃত্তরা আটো চার্জার চালককে জবাই করে হত্যা করে রাস্তার উপর ফেলে চলে যায়। তাকে হত্যা করলে ও তার পকেটে থাকা টাকা ও আটো চার্জারটি রেখে দুরবৃত্তরা পালিয়ে যায়। আাজ শনিবার সকালে স্থানীয় লোকজন এক জনকে জবাই করে হত্যা করার সংবাদ ট্রিপল লাইনে দিলে বিরামপুর থানা পুলিশ ঘটনা স্থাল থেকে লাশটি সহ আটো চার্জারটি উদ্ধার করে।
এদিকে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান,ছদ্ববেশী যাত্রী সেজে পুর্ব সত্রুতার জের হয়তো বা চলন্ত চার্জারে উক্ত স্থানে গভীর রাতে আটো চর্জার চালককে দুরবৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। আটো চার্জারে রক্ত দাগ রয়েছে বলে তিনি জানান।তিনি আরো জানান, দ্রুত আপরাধীকে আইনের আওতায় আনা হবে।পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর এম রহিম মেডিকেলে মর্গ প্রেরন করেন। বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ