Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহার করতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ১২:০২ এএম

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর ১৫ শতাংশ প্রস্তাবিত ভ্যাট আরোপ করার ঘোষণায় শিক্ষার্থী, অবিভাবকসহ সংশ্লিষ্ট সকলকেই হতাশ করেছে। শিক্ষার্থীদের বড় একটি অংশ উচ্চ শিক্ষার জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পড়াশোনা করছে। যেখানে সিংহভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। এ ভ্যাট বাস্তবায়িত হলে, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়বে নিঃসন্দেহে, যা ভবিষ্যতে রাষ্ট্রের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে। করোনা মহামারীর এ সময় যেখানে শিক্ষাখাতে প্রণোদনা দেওয়া দরকার, সেখানে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা মোটেও সমীচীন নয়। তাই অনতিবিলম্বে শিক্ষার্থীদের বিশাল অংশের কথা বিবেচনা করে, রাষ্ট্রের সুষ্ঠু অগ্রগতি নিশ্চিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহার করা হোক।

এম. নাজমুল হক চৌধুরী
শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন