Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নবীন প্রজন্মকে ধ্বংস করছে টিকটক

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১২:০৫ এএম

সর্ট ভিডিও ক্লিপ তৈরি ও আপলোড করার জন্য টিকটক বর্তমানের সবচেয়ে বিতর্কিত ও জনপ্রিয় স্মার্টফোন অ্যাপ। বিশ্বে প্রায় ৮০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ৪১ শতাংশের বয়স ১৬-২৪, যার ৯০ শতাংশ প্রতিনিয়ত অ্যাপটি ব্যবহার করছে। এই অ্যাপে বাংলাদেশি তরুণ-তরুণীরাও আসক্ত হয়ে পড়েছে। শুধু ভিডিও দেখা নয়, বরং ভিডিও কনটেন্ট নির্মাণও করছে বাংলাদেশি তরুণরা। অনেকের অভিযোগ, এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আমাদের দেশের তরুণরা তাদের নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ হারাচ্ছে। মাঝেমধ্যে ভিডিও কনটেন্ট তৈরি করার সময় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তথাকথিত টিকটক সেলিব্রেটিরা। সম্প্রতি ২২ বছরের এক মহিলার যৌন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতের ব্যাঙ্গালুরে থেকে হৃদয় বাবু সহ আরো পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এর মধ্য দিয়ে টিকটক ব্যবহার করে মেয়েদেরকে ভারতে পাচারের সাথে তরুণদের জড়িত থাকার খবর বেরিয়ে আসে বাংলাদেশি পুলিশের তদন্তে। এ ধরনের অপরাধ থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টিকটক নিষিদ্ধ করতে জোর দাবি জানাচ্ছি।

মো. তানসেন
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন