Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিন্সিপাল মোহাম্মদ শহীদুল আনোয়ারের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ৫:১২ পিএম

যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক কলেজ প্রিন্সিপাল মোহাম্মদ শহীদুল আনোয়ার (৫৯) গত বুধবার আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পশ্চিমা সভ্যতায় ইসলামের অবদান বিষয়ে গবেষক ছিলেন। এ বিষয়ে বাংলা ও ইংরেজী ভাষায় তার কয়েকটি বইও প্রকাশিত হয়। শহীদুল আনোয়ার ১৯৬২ সালে চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাউরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলায় আফাজউদ্দিন খান কলেজের প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০০৫ সাল থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি শহরে বসবাস করছিলেন। কিছুদিন পূর্বে নিজ জন্মস্থানসহ শৈশব ও কৈশোরে বেড়ে উঠা জায়গাসমূহ পরিদর্শনের জন্য বাংলাদেশে আসেন। বুধবার সকালে চট্রগ্রামে তার বড় ভাই প্রকৌশলী এ,কে,এম,খুরশিদোল আনোয়ারের বাসায় হৃদরোগে আক্রান্ত হন এবং তাৎক্ষণিকভাবে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা,৬ ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। চট্রগ্রাম গরীবুল্লাহ শাহ-এর মাজারে তার বাবার কবরের পার্শ্বে তার লাশ দাফন করা হয়। এর আগে আজ বৃহস্পতিবার চট্রগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুম শহীদুল আনোয়ার ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের বড় ভাই।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ