Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই ছেত্রিতেই ছত্রখান বাংলাদেশ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০৪ এএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগের ম্যাচে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রিতে ছত্রখান বাংলাদেশ! গতকাল রাতে কাতারের রাজধানী দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে দুই প্রতিবেশির লড়াইয়ে ভারত ২-০ গোলে হারায় বাংলাদেশকে। বিজয়ীদের পক্ষে অধিনায়ক সুনীল ছেত্রি জোড়া গোল করেন। বিশ্বকাপ বাছাইয়ে এটাই ভারতের প্রথম জয়। আগের ছয় ম্যাচে তিনটি করে হার ও ড্র থাকলেও জয় ছিল না। সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা পেলেন সুনলি ছেত্রিরা।
বাছাইয়ের প্রথম লেগে এই ভারতের ঘাম ঝরালেও কাল তেমন আহামরি খেলা দেখাতে পারেনি লাল-সবুজরা। যদিও ৭৮ মিনিট পর্যন্ত গোলশূন্য অমিমাংসিত ছিল ম্যাচ। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা শুরু হলেও ম্যাচে ভারতের আধিপত্যই ছিল বেশি। তবে বাংলাদেশের রক্ষণভাগ দারুণ খেলে ভারতীয়দের প্রতিটি আক্রমণ ফিরিয়ে দিলেও ম্যাচের শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলে। বিশেষ করে সুনীল ছেত্রিকে রুখতে হিমশিম খান তপু বর্মণরা। অপ্রতিরোধ্য ছেত্রি মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দু’গোল করে ভারতকে মূল্যবান জয় এনে দেন। পুরো ম্যাচে বল পজিশনে ভারত ৭২ শতাংশ এগিয়ে ছিল। তারপরও গোল পেতে তাদের অপেক্ষায় থাকতে হয়। অবশেষে গোলের দেখা পায় ভারতীয়রা। ম্যাচের ৭৯ মিনিটে ডানপ্রান্ত থেকে সতীর্থের ক্রসে বল পেয়ে বক্সের মধ্যে থাকা সুনীল ছেত্রি হেডে গোল করেন (১-০)। গোল পেয়ে যেন জ্বলে ওঠে ভারতীয়রা। এসময় বাংলাদেশের রক্ষণভাগ পুরোটাই ভেঙ্গে পড়ে। সুযোগ কাজে লাগান ভারত অধিনায়ক। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২ মিনিট) পাল্টা আক্রমণে গিয়ে ছেত্রি বক্সের বাইরে থেকে ডান পায়ের কোনাকুনি শটে দ্বিতীয় গোল করেন (২-০)। ফলে শেষ পর্যন্ত হারের গøানি নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়াদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ