Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারপারসন অধ্যাপক মনসুর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১:১৬ পিএম | আপডেট : ১:৪৮ পিএম, ৬ জুন, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ। আগামী তিন বছরের জন্য বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

শনিবার আনুষ্ঠানিকভাবে সদ্য সাবেক চেয়ারপারসন অধ্যাপক ড. কাবেরী গায়েনের মেয়াদ শেষ হলে দায়িত্ব ভার বুঝে নিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। প্রজ্ঞাপনে বলা হয়, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভুক্ত প্রথম স্ট্যাটিউটস এর ৪৩(১) ধারা অনুযায়ী ভিসি মহোদয় আপনাকে ০৫/০৮/২০১১ তারিখ হতে ০৩ (তিন) বৎসরের জন্য প্রচলিত শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ এর আগে ঢাকা বিশ^বিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য ছিলেন। বর্তমানে তিনি চ্যাঞ্চেলর মনোনীত ঢাকা বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।
নতুন দায়িত্ব প্রাপ্তির বিষয়ে অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ বলেন, বিভাগের দায়িত্ব একটা দলীয় প্রচেষ্টা সমন্বয়। সেই কাজটি যথাযথভাবে করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। বর্তমান বিশ্বের সঙ্গে মিল রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো। এতে শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিয়োগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ