মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর উচ্চ পর্যায়ে দেশের পরবর্তী সেনাপ্রধান নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসরগ্রহণের পর পরবর্তী সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসারকে নিয়োগ করা হবে।
লন্ডনে এক বৈঠকে পার্টির সুপ্রিমো নওয়াজ শরিফ, সহ-সভাপতি মরিয়ম নওয়াজ, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সিদ্ধান্ত নেন।
জেনারেল বাজওয়া ২৯ নভেম্বর অবসরে যাবেন। তারপর কে সেনাপ্রধান হবেন, তা ছিল একটি জটিল ইস্যু। শুক্রবার নওয়াজের সাথে সাড়ে চার ঘণ্টার বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাংবাদিকদের বলেন, সেনাপ্রধানের নিয়োগ একটি সাংবিধানিক বিষয। এটা সংবিধান অনুযায়ীই করা হবে।
মিসরে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে শাহবাজ লন্ডনে যান তার বড় ভাইয়ের সাথে সাক্ষাত করতে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআয়ের চেয়ারম্যান ইমরান খান বার বার বলে আসছিলেন যে 'মেধার' ভিত্তিতে সেনাপ্রধান নিয়োগ করতে হবে।
সরকারের ওপর চাপ বাড়াতে পিটিআই বর্তমানে লংমার্চ আয়োজনে করেছে। ইমরান খান আগাম নির্বাচনও দাবি করছে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।