Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুলিরপার টু সরকারপুর রাস্তাটির বেহাল অবস্থা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ১২:০৩ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ভুলিরপার টু সরকার রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। গৌরীপুর বাজারটি অত্র এলাকার ব্যবসাকেন্দ্র হওয়ায় প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ ও কয়েক’শ যানবাহন চলাচল করে। সরকারপুর, হাড়িয়ালা, দৈয়াপাড়া, মুজিব মার্কেট, হুগুলিয়া ও বারো পাড়া গ্রামের মানুষজনের গৌরীপুর যাওয়ার একমাত্র রাস্তাও এটি। কিন্তু রাস্তাটি অবস্থা এতটাই খারাপ যে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মাঝে মাঝে বড় বড় গর্ত হয়ে হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। পায়ে হেঁটে চলাচল করা কষ্টকর হয়ে যায়। দিন দিন রাস্তাটির অবস্থা আরো বেশি থেকে বেশি খারাপ হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ আর কোমলমতি ছাত্র ছাত্রীদের যাতায়াতের কথা চিন্তা করে রাস্তাটি দ্রুত সস্কার করা দরকার। বিষয়টি বিবেচনা করে সাধারণ মানুষের কষ্ট লঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এম এ রহমান
গৌরীপুর বাজার
দাউদকান্দি, কুমিল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন