Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসার লক্ষ্য এবার শুক্র গ্রহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ৪:৩৪ পিএম

মঙ্গলের পর এবার শুক্র গ্রহের দিকে দৃষ্টি দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রহটির পরিবেশ ও ভৌগোলিক বৈশিষ্ট্য জানতে অভিযান দুটি পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ৩০ বছরের বেশি সময় ধরে কোনো গ্রহের পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা চালানো হয়নি। এই অভিযানের মধ্য দিয়ে সেই সুযোগ হবে। ১৯৯০ সালে সর্বশেষ এমন অভিযান পরিচালনা করা হয়েছিল। শুক্র গ্রহের সাগর ও আবহাওয়ার সঙ্গে পৃথিবীর মিল রয়েছে। কিন্তু এর তাপমাত্রা অনেক বেশি। ২০১৯ সালে এক গবেষণায় বলা হয়েছিল, এই গ্রহটির তাপমাত্রা স্থিতিশীল। এ ছাড়া শত শত বছর আগেও সেখানে পানি ছিল। তবে শুক্র গ্রহের পরিবেশ এখন বদলে গেছে। এর বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। বলা হচ্ছে, পৃথিবীর পরিবেশের তুলনায় এখন ৯০ গুণ বেশি দূষিত এই গ্রহের পরিবেশ। এর তাপমাত্রা এখন প্রায় ৪৬২ ডিগ্রি সেলসিয়াস। যাতে পারদ পর্যন্ত গলে যায়। এই অভিযান প্রসঙ্গে নাসার বিল নেলসন বলেন, কীভাবে শুক্রের পরিবেশ বদলে গেল, সেটি জানতে এই দুটি অভিযান পরিচালনা করা হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্র গ্রহের পরিবেশ সম্পর্কে জানতে একটি অভিযান পরিচালনা করা হবে। আরেকটি অভিযান পরিচালনা করা হবে গ্রহের মানচিত্র তৈরি করার জন্য। এর প্রতিটি অভিযান পরিচালনার জন্য ৫০ কোটি মার্কিন ডলার করে তহবিল দেয়া হয়েছে। এই অভিযান দুটি পরিচালনা করা হবে ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে। সূত্র: বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসা

১৭ ডিসেম্বর, ২০২১
১৫ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ