বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বুধবার সকাল ১১ টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে দুইজন মানবাধিকার কর্মী চাকুরীর প্রলোভন দেখিয়ে ঘুষের টাকা নিতে আসলে মোঃ জিয়ারুল ইসলাম(৩২),পিতা:মনোয়ার হোসেন গ্রাম মাগুরা সদরের ভায়না ও মিলন ঘোষ পিতা মৃত রঞ্জন ঘোষ গ্রাম নতুন বাজার মাগুরাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এশিয়ান হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন বিভিন্ন সময় মানুষের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের প্রথম টার্গেট অসাহয় পঙ্গু ব্যাক্তি তাদের কে সদস্য করার নামে ৩০০০ হাজার টাকা নেয় এবং অনেক বড় অনুদান পাওয়ার আশ্বাস প্রদান করে। পরবর্তিতে ঐ এলাকায় বেকার ছেলেদের চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় বড় অঙ্কের টাকা নিয়ে থাকে। তারা বিভন্ন এলাকায় ঘোরাঘেরা করে এ কাজ করে। বুধবার চরপাড়া গ্রামের মতিয়ার মোল্যা ও জাফর মোল্ল্যার ছেলেকে চাকরি দেওয়ার জন্য ঘুষের টাকা নিতে আসলে এলাকার মানুষের প্রশ্নের সম্মুখীন হলে সঠিক উওর দিতে না পারায় এলাকার মানুষের তাদের সন্দেহ হওয়ায় মহম্মদপুর থানা পুলিশের সহযোগীতায় তাদের থানায় প্রেরণ করে। এব্যাপারে এশিয়ান হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি বলেন এই সংগঠনের নাম করে বিভিন্ন মানুষ প্রতারনা করে আসছে এমন তথ্য তাদের কাছে আছে তবে কে বা কারা এই অপকর্মের সাথে সম্পৃক্ত এই ব্যাপারে তাদের জানা ছিলো না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।