মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে গত বছর মার্চ মাস থেকে অতিমারি পরিস্থিতির কারণে ৯৩৪৬ জন শিশু করোনায় তাদের বাবা-মাকে হারিয়েছে বলে মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে সুপ্রিম কোর্টকে। জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর) বলেছে, এই শিশুদের জন্য ৬টি ধাপ বিশিষ্ট এক বিশেষ প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। -আনন্দবাজার
জাতীয় শিশু অধিকার রক্ষা সংস্থাটি এ ব্যাপারে শীর্ষ আদালতে একটি হলফনামা পেশ করেছে। তারা জানিয়েছে, এই শিশুদের নাম নথিভুক্ত করা হয়েছে ‘বাল স্বরাজ’ নামে নতুন একটি পোর্টালে। ওই পোর্টালের মাধ্যমেই তাদের কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। এনসিপিসিআরের দেওয়া তথ্য অনুযায়ী ১৭৪২ জন বাবা-মা দু’জনকেই হারিয়েছে। ৭৪৬৪ জন হয় বাবা অথবা মা কে হারিয়েছে। গৃহহীন ১৪০ জন। এই শিশুদের বয়স ১৭ বছরের মধ্যে। শুধু ৩ বছরের নীচেই রয়েছে ৭৮৮ টি শিশু। এরা সবচেয়ে বেশি দুর্বল এবং যত্নের প্রয়োজন বলে চিহ্নিত করেছে কেন্দ্র। এই বয়সের শিশু সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশে।
এ ছাড়া ৪-৭ বছরর মধ্যে রয়েছেন ১৫১৫ জন। ৮-১৩ বছর বয়সী ৩৭১১ জন। ১৬২০ জন ১৪-১৫ বছরের এবং ১৭১২ জন ১৬-১৭ বছর বয়সী। আদালতকে সংস্থাটি জানিয়েছে, এই শিশুদের মধ্যে ১২২৪ জন অভিভাবকের কাছে থাকছে। ৩১ জনকে দত্তক-কেন্দ্রে পাঠানো হয়েছে। ৯৮৫ জনের কোনও আইনসঙ্গত অভিভাবক নেই। তবে তাঁরা পরিবারেরই অন্য সদস্যদের কাছে থাকছে। আর ৬৬১২ জন রয়েছে বাবা অথবা মায়ের কাছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।