বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাধিক মামলার আসামি ডাকাত কাউছারের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা সত্তে¡ও দীর্ঘদিন অভিযান চালিয়েও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তবে রূপগঞ্জ থানার নতুন ওসি এএফএম সায়েদ আসার সঙ্গে সঙ্গে ডাকাত কাউছারকে গ্রেফতার করেন।
রূপগঞ্জ থানার ওসি আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ (এএফএম সায়েদ) বলেন, মাদক, সন্ত্রাস, ডাকাতি, ছিনতাইসহ অপরাধী চক্রের যেই হোক না কেন কোনো ছাড় নেই। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এএসআই মামুনুর রশিদ, এএসআই নূর নবীর নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ডাকাত কাউছারকে আটক করা হয়। আটককৃত কাউছার উপজেলার গোলাকান্দাইল পূর্ব পাড়া এলাকার হারুন মিয়ার ছেলে। গতকাল তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত কাউছারের বিরুদ্ধে রূপগঞ্জ, আড়াইহাজারসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কাউছারের সন্ত্রাসী কার্যক্রমের কারণে অতিষ্ঠ এলাকাবাসী। কাউছারে ভয়ে এলাকায় সব সময় আতঙ্ক বিরাজ করতো। সে পথচারীসহ যানবাহনের চালকদের উপর হামলা চালিয়ে সব কিছু লুটে নিতো। রাত হলেই গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক কাউছারের দখলে থাকতো। তার গ্রেফতারের ফলে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।