Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মোদি সরকারের ভূমিকা নিয়ে কঠিন প্রশ্ন তুললেন নোবেলজয়ী অভিজিৎ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ৭:৪৬ পিএম

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ সুনামির মতো আছড়ে পড়েছে ভারতজুড়ে। চলতি মে মাসজুড়েই রেকর্ড কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যুর মিছিল চলছে তো চলছেই। এই পরিস্থিতিতে মোদি সরকারের ভূমিকা নিয়ে কঠিন প্রশ্ন তুললেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। -দ্য ওয়াল

করোনাভাইরাস মহামারি মোকাবিলা খাতে ভারত সরকার এখন যা খরচ করছে তা একেবারেই যথেষ্ট নয় বলে মনে করেন অভিজিৎ। তার মতে, দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের আরও বেশি টাকা খরচ করা উচিত ছিল। সেটা হলে পরিস্থিতি হয়তো এতটা খারাপ হতো না। অভিজিৎ সুদূর প্যারিস থেকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‌‘আমার মনে হয় না সরকার ঠিক কাজ করছে। জিডিপির অতিরিক্ত ২ শতাংশ খরচ করা কি সম্ভব নয়? হয়তো এমন পরিস্থিতিতে অধিকাংশ দেশই এর ১০ গুণ টাকা ধার করতো। তবে কেন সেটা করা হচ্ছে না?’

মহামারির ধাক্কায় বিপর্যস্ত ভারতের অর্থনীতি। কাজ হারিয়ে বেকার বহু মানুষ। গত চার মাসে ভারতের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশ। দেশটির কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা না করলেও একাধিক রাজ্য নিজেদের মতো করে লকডাউনের পথে হেঁটেছে। করোনা মোকাবিলায় মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল ল্যানসেট প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছে। এই পরিস্থিতিতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তির এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সম্প্রতি ভারতে করোনায় আক্রান্ত কিছুটা কমেছে। তবে এখনো দৈনিক চার হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে। আক্রান্তে স্বস্তি ফিরলেও মৃত্যুতে স্বস্তি মিলছে না। আর পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হওয়ায় সমালোচনা বাড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ