Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালি

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জীবনী চলচ্চিত্র ‘সালি’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ক্লিন্ট ইস্টউড। ‘স্পেস কাউবয়জ’ (২০০২), ‘মিস্টিক রিভার’ (২০০৩), ‘মিলিয়ন ডলার বেবি’ (২০০৪), ‘লেটার্স ফ্রম ইয়ো জিমা’ (২০০৭), ‘গ্র্যান টোরিনো’ (২০০৮), ‘চেইঞ্জলিং’ (২০০৮), ‘ইনভিক্টাস’ (২০০৯), ‘জে. এডগার’ (২০১১), ‘জার্যি বয়জ’ (২০১৪) এবং ‘অ্যামেরিকান স্নাইপার’ ইস্টউড পরিচালিত কয়েকটি নন্দিত চলচ্চিত্র। বৈমানিক চেসলি সালেনবার্জার ওরফে সালির জীবনের অভিজ্ঞতা নিয়ে ‘সালি’র গল্প।
ইউএস এয়ারওয়েজের ফ্লাইট ১৫৪৯-এর ক্যাপ্টেন চেসলি সালেনবার্জার ওরফে সালি (টম হ্যাঙ্কস) ১৫৫ জন যাত্রী নিয়ে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমান বন্দর ছেড়ে যাত্রা করছেন নর্থ ক্যারোলাইনার শার্লট ডগলাস বিমানবন্দরের উদ্দেশে। তিন মিনিটের মধ্যেই অঘটন ঘটে যায়। একঝাঁক ক্যানাডা গিজ পাখির সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়। দুটি এঞ্জিনই বন্ধ হয়ে যায়। বিমান তখন ২,৮০০ ফুট উচ্চতায়। দ্রæত সিদ্ধান্ত নিতে হবে সালিকে। আশপাশের কোনো বিমানবন্দরে নামবে এমন উপায়ও নেই। ক্যাপ্টেন বরফ শীতল হাডসন রিভারে বিমানটি নামানো ছাড়া কোনো বিকল্প খুঁজে পায় না। গøাইড করে বিমানটি সেখানেই নামিয়ে দেয় সে। উদ্ধারকর্মীরা ১৫৫ যাত্রী এবং সব ক্রুকে উদ্ধার করতে সমর্থ হয়। কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রে জাতীয় বীরের মর্যাদা লাভ করে সে। সারা বিশ্বে এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ে। ঘটনা এখানেই শেষ হয়নি। কয়েক ঘণ্টার মধ্যে তদন্তে জানা যায় পাখির ঝাঁকের সঙ্গে সংঘর্ষের পরও বাঁ দিকে এঞ্জিনটি কাজ করছিল আর তা দিয়ে লাগার্ডিয়াতে ফেরা সম্ভব ছিল। সালি বুঝতে পারে পুরো দুর্ঘটনার দায় ন্যাশনাল ট্রানপোর্টেশন সেফটি বোর্ড বৈমানিকের ওপর চাপাতে চাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালি

১৯ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ