মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কর্মসূত্রে স্বামী বাইরে থাকায় অধিকাংশ সময় একাই সব করতে হয় গৃহবধূকে। যার কারণে গত ২০ মার্চ রাতে শৌচকর্মের জন্য ভুট্টা খেতে গিয়েছিলেন তিনি। কিন্তু সে সময় ওই গৃহবধূ অন্য পুরুষের সঙ্গে ভুট্টা খেতে এসেছিলেন বলে কিছু যুবক তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করেন। এর প্রতিবাদ করতেই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন ওই চার যুবক। বিষয়টি গ্রামের কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে বিষয়টি জানাজানি হওয়ার পর উল্টো ওই গৃহবধূর বিরুদ্ধে সালিশ ডেকে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ভারতের বিহারের মাধেপুরার। ওই গৃহবধূর অভিযোগ, ওই রাতের ঘটনা আমি আমার শ্বশুরকে জানাই। তারপর বিষয়টি জানাজানি হতেই আমাকে ব্যভিচারীণী আখ্যা দিয়ে সালিশ ডাকেন অভিযুক্তরা। এরপর ওই সালিশে সকলের সামনে আগুনের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, অর্ধনগ্ন করে বেহুঁশ না হওয়া পর্যন্ত তাকে পেটানো হয়। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, ওই গৃহবধূকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তার স্বামী গ্রামে এসে থানায় মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ভারতের মহিলা কমিশনের চেয়ারপার্সন বিহার পুলিশের কাছে চিঠি লিখে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের করতে বলেছেন। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।