Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হীরামান্ডি’ : সঞ্জয় লিলা ভানসালির ওয়েব সিরিজে অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

প্রথমবারের মত ডিজিটাল মাধ্যমে পা রাখছেন বলিউডের সফল পরিচালক সঞ্জয় লিলা ভানসালি। অচিরেই আসছে তার ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’। এই সিরিজটির ধারণা করে তার মাথায় খেলেছে সে সম্পর্কে নির্মাতা বলেন, ‘আমার বয়স যখন চার আমার বাবা আমাকে একটি শুটিং দেখাতে নিয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন বসে থাক আমি আমার কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করব। আমি স্টুডিওতে যেতাম আর সেখানে ভাল লাগত, কলেজ বা খেলার মাঠ থেকে ভাল লাগত। আমার মনে হয় সেটি আমার জন্য সবচেয়ে প্রিয় জায়গা ছিল।’ তিনি জানান, তার বন্ধু মঈন বেগ তার জন্য বছর ১৪ আগে ‘হীরামান্ডি’র ১৪ পৃষ্ঠার গল্পটি এনেছিল। তিনি সেটি নেটফ্লিক্সকে দেখান, তারা পছন্দ করেছে। তারা জানায় এটি দিয়ে মেগা-সিরিজ নির্মাণ করা যায়। এটি দুঃসাহসী। প্রমোদবালাদের নিয়ে এর কাহিনী। তাদের কাছে আছে গান, কবিতা, নাচ আর শিল্পের ভান্ডার। এসব নিষিদ্ধ পল্লিতে রাজনীতির প্রকাশ আছে। তবে এটি নির্মাণ কঠিন, আশা করি, আমরা সেই সময়ের রঙকে সঠিকভাবে প্রকাশ করতে পারব। তিনি জানান, স্বাধীনতাপূর্ব ‘হীরামান্ডি’র সাংস্কৃতিক বাস্তবতা তুলে ধরতে পারবেন তিনি এই ওয়েব সিরিজের মাধ্যমে। ভারতের ‘কোঠা’ সংস্কৃতির সঙ্গে রাজনীতির সম্পর্ক, ভালবাসা এবং বিশ্বাসঘাতকতার কাহিনী থাকবে তার বর্ণনায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঞ্জয় লিলা ভানসালি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ