Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে সালিশ বৈঠকে সংঘর্ষে আহত ৫০

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে সালিশ বৈঠকে দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে ইউপি সদস্যাসহ দু’পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় সদর ইউপির মাছুখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বলে বলে জানা গেছে। জানা যায়, মাছুখালী গ্রামের আয়াজ আলী ও আব্দুল খালিকের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এসব বিষয় নিষ্পত্তির লক্ষ্যে মঙ্গলবার রাত ১০টায় একই গ্রামের সাবেক মেম্বার ফজর আলীর বাড়িতে এক সালিশ বৈঠক চলছিল। এতে কথাকাটির জের ধরে দু’পক্ষের লোকজন ইট, পাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের আসাদ্দর আলী (৫৫), আছাব আলী (৩০), ইদন আলী (৪৮), আসলম আলী (৫২), আয়াজ আলী (৪৫), নূরুল হক (৫০), সমর আলী (২৫), গৌছ আলী (১৮), লুৎফুর রহমান (২০), জসিম উদ্দিন (২৫), অলী আহমদ (২২), আয়ূব আলী (৪০), রফিজ আলী (৪৫), যুবায়ের (২০), আব্দুল হামিদ (৪০), আব্দুল খালিক (৬০), রাকিব আলী (৩০), সূরুজ আলী (৬২) ও সংরক্ষিত মহিলা মেম্বার রওশন আরা (৩৫)সহ আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত আছদ্দর আলী (৫৫)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেয়। পরে এসআই সুহেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন জানান, এঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাতকে সালিশ বৈঠকে সংঘর্ষে আহত ৫০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ