Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সালিসে জুতাপেটার অপরাধে...

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকার ধামরাইয়ে একটি ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশ বৈঠকে ৫ সন্তানের জনককে জুতাপেটা ও জুতারমালা পড়িয়ে ঘুড়ানোর অপরাধে এক ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেফতারের পর গতকাল শনিবার আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
জানা গেছে, উপজেলা সোমভাগ ইউনিয়নের বানেশ্বর গ্রামে নারী সংক্রান্ত বিষয় নিয়ে ৫ সন্তানের জনক নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে নিয়ে কফু মিয়ার বাড়িতে গত ২১ এপ্রিল এক সালিশ বৈঠক বসে। এ সালিশ বৈঠকে নজরুল ইসলামকে দোষিসাবস্ত করে সালিশদাররা তাকে জুতাপেটা ও জুতামালা পড়িয়ে ঘুড়ায়। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরে নজরুল ইসলামের বড় মেয়ের জামাতা সোহাগ হোসেন বাদি হয়ে ধামরাই থানায় গতকাল ৫ জনকে অভিযোক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ কুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামসহ ৫ জনকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাঈদ পিয়াল বলেন, এ ঘটনায় অন্যান্য জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালিসে জুতাপেটা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ