Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০২ এএম

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা বসে নেই। জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে। অনলাইন গেম খেলে মেধা শক্তি হারিয়ে ফেলছে। পার্কে, সমুদ্র সৈকতে অবাধে ঘুরছে শিক্ষার্থীরা। তৈরি হচ্ছে কিশোর গ্যাঙ,বাড়ছে কিশোর অপরাধ। বহু শিক্ষার্থী ঝরে পড়ছে। প্রতিষ্ঠান খোলার পর দেখা যাবে অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকছে। হ্যাঁ, এরা শিক্ষা জীবন থেকে হারিয়ে গেছে। ১৪ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মধ্যবিত্ত, নিন্মমধ্যবিত্ত পরিবারের সন্তানরা পরিবারের হাল ধরতে গিয়ে বিভিন্ন উপার্জনমূলক কাজে জড়িয়ে গেছে। এসব ছাত্রদের আর প্রতিষ্ঠানে ফেরানো সম্ভব হবে বলে মনে হয় না। আর যারা কাজে জড়ায়নি, তারা জড়িয়ে পড়ছে অপরাধে। মাদকাসক্ত হয়ে পড়ছে অনেকে। মেয়েদের অবস্থা আরো খারাপ, অভিবাবকরা বয়স হওয়ার আগেই বিয়ে দিয়ে দিচ্ছে। স্কুল-কলেজ পুনরায় খুলে দিলেই এ সমস্যা সমাধান হবে বলে মনে করি। এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

মো. তানসেন
দরগারবন্দ, শিবপুর, নরসিংদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন