Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে পোষ্ট করার অপরাধে আটক ১

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৬:৩৬ পিএম

রাজশাহী মহানগরীতে সাইবার ক্রাইম ইউনিটের প্রত্যক্ষ তত্বাবধানে পবা থানা পুলিশ অভিযান চালিয়ে শাফিউল ইসলাম নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে অশ্লীল ভিডিও ও ছবি পোস্ট করার অপরাধে ১ জনকে গ্রেপ্তার করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, জৈনক মেয়ে ও মো. শাফিউল ইসলাম পূর্ব পরিচিত এবং দূরসম্পর্কে মামা ভাগ্নী। তারা দুইজনেই একসাথে লেখাপড়া করতো। মেয়েটির নাম ও ছবি ব্যবহার করে মোঃ শাফিউল ইসলাম একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অশ্লীল ভিডিও ও ছবি ফেসবুকে পোস্ট করাসহ সাদিয়ার বিভিন্ন আত্মীয়-স্বজনের ম্যাসেঞ্জারে প্রেরণ করে। তার অভিযোগের প্রেক্ষিতে ২০ মে পবা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলার রুজু হওয়ার পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রত্যক্ষ তত্বাবধানে আসামীর অবস্থান সনাক্ত কেরে পবা থানার পুলিশের এসআই দেবাশীষ দাস ও তার টিম বৃহস্পতিবার দিবাগত রাততিনটার দিকে নওগাঁ জেলার মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে হাসানপুর গ্রাম হতে আসামী শাফিউল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 



 

Show all comments
  • Md Rejaul Karim ২১ মে, ২০২১, ৯:১৩ পিএম says : 0
    মেয়েটি অশ্লীল ছবি না তুললে পোষ্ট হতো না!! এর জন্য দায়ী প্রচলিত সমাজ ব্যবস্হা!!! উভয়ের শাস্তি হওয়া উচিত।।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ