Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধবিরতিতে সহায়তা করায় বাইডেনকে ধন্যবাদ জানালেন আল-সিসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৯:৩২ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। আর এ যুদ্ধবিরতিতে প্রধান ভূমিকা পালন করেছে মিশর। ইসরায়েলি মন্ত্রিসভা মিসরের প্রস্তাবিত চুক্তিতে রাজি হয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। মিশরের যুদ্ধবিরতির এই আলোচনায় সহায়তা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

সিসি টুইট করেছেন, আমি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ভূমিকার জন্য তাকে শ্রদ্ধা ও প্রশংসা জানাচ্ছি। মিশরের যুদ্ধবিরতি উদ্যোগের সাফল্য কামনা করছি।
এর আগে যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য মিসরের প্রেসিডেন্ট সিসিকে ধন্যবাদ জানিয়েছিলেন বাইডেন।
বাইডেন বলেন, মিসর যুদ্ধ বন্ধে ‘কঠিন ভূমিকা’ পালন করেছেন।

টানা ১১ দিনের যুদ্ধে প্রায় আড়াইশ প্রাণহানির পর মিশরের মধ্যস্থতায় সংঘাত অবসানে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি দল হামাস।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উভয় পক্ষ থেকে বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা এসেছে।
মিশরের এক প্রস্তাব নিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি বৈঠকে বসেছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভা মিশরের প্রস্তাবিত চুক্তিতে রাজি হয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এই যুদ্ধবিরতি হবে সমঝোতার ভিত্তিতে এবং নিঃশর্ত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে এটাই বলেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ দেখতে চায় না।



 

Show all comments
  • Burhan uddin khan ২১ মে, ২০২১, ৯:৪৪ এএম says : 0
    Thank you to US President to stop the war....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিশর

২ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ