বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত (৪৩) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ময়লার ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার এসআই ফরিদ জানান, সকালে ওই এলাকা দিয়ে স্থানীয়রা যাওয়ার সময় ডোবায় লাশ দেখতে পায়। পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা নিহত ব্যক্তি গরু ব্যবসায়ী। কেউ তাকে মেরে তার কাছ থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিতে পারে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।