Inqilab Logo

রোববার ১৩ অক্টােবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ০৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার কেন্দুয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১০:০৭ পিএম

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের মনাটিয়া গ্রামের হাছু মিয়ার বাড়ির পিছনের পাট ক্ষেতের ডুবা থেকে সোমবার সন্ধ্যার দিকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ। 

পেমই তদন্ত কেন্দ্রের এস আই আবুল হাসেম জানান, স্থানীয় লোকজন সোমবার বিকাল ৫টার দিকে মনাটিয়া গ্রামের পাট ক্ষেতের ডুবায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। তিনি জানান, লাশে গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পড়নে ছিল হাফ পেন্ট, লাল, নীল ও হলুদ রঙের ডুরাকাটা গেঞ্জি। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত যুবকের পরিচয় অনুসন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ