রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরের সাদিপুর খাল থেকে গতকাল সোমবার সকাল ৮টার এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। নিহত রিপন মিয়া (২০) উপজেলার সাদিপুর গ্রামের সাতির উল্লার পুত্র। সন্দেহজনকভাবে তিনজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর খালের শেষ সিমানা ও সুতার গাংঙ্গের মুখে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত লাশ উদ্ধার করে। নিহত রিপনের মাথায় দাড়ালো অস্ত্রে আঘাত রয়েছে। এ ঘটনায় সন্দেহেজনকভাবে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, হারুকোনা গ্রামের গাদ্দি মাস্য দাসের পুত্র পুতুল মাস্য দাস (৫৫), তার স্ত্রী কৈলাস মাস্যী দাস (৪০) ও তার মেয়ে শিপা রাণী মাস্যী দাস। ধারণা করা হচ্ছে পুতুল মাস্য দাসের পুত্র সুমন দাস এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। লাশ উদ্ধারের ঘটনা জানাজানির পর থেকে সুমনকে খোঁজে পাওয়া যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, রিপন মিয়ার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সন্দেহজনকভাবে তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।