রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ যুবক মকবুল হোসেনের লাশ ৪ দিন পর গতকাল শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিস্তা নদীর ঝাড়সিঙ্গেশ্বর এলাকায় লাশটি ভেসে উঠতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ এসে নদী থেকে লাশটি উদ্ধার করে। গত মঙ্গলবার সকালে তিস্তা নদীর কালিগঞ্জ এলাকার ৪০ জন দিনমজুর ও রাখাল একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে তিস্তা নদীর ওপারে চরে ঘাস কাটতে যায়। তারা ঘাস কেটে ঘাস সহ পুনরায় নৌকাযোগে বিকেল সাড়ে ৩টার দিকে ফিরে আসছিল। ফিরার পথে তিস্তা নদীর ঝাড়সিঙ্গেশ্বর জিরো পয়েন্ট এলাকায় নদীর ঘূর্ণিপাকে পড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। নৌকায় থাকা ৪০ জন যাত্রীর মধ্যে ৩৯ জন সাঁতরিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও মকবুল হোসেন (২৫) নিখোঁজ হয়। সে কালিগঞ্জ গ্রামের আজাহার আলী ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।