Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজরাটে সাইক্লোনে ৫৩ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ১২:০৪ এএম

গুজরাটের মার্টি স্পর্শ করার পর যেন ক্রমশ বৃদ্ধি পেয়েছে ঘূর্ণিঝড় তাওকতের দাপট। গতিবেগ ছিল ১৬৫ কিলোমিটার। আর এই ঝড়েই প্রাণ কাড়ল ৫৩ জনের। বুধবারই আকাশপথে গুজরাটের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ত্রাণকার্যের জন্য ১ হাজার কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন তিনি। এছাড়াও আরব সাগর উপক‚লবর্তী যেসব রাজ্যে প্রাণহানি হয়েছে, সেখানে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেবেন। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। এও জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে ত্রাণে হাত লাগাবে কেন্দ্রও এমনটাও জানান হয়েছে। তাওকতের দাপটের পর আমেদাবাদে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের কত ক্ষতি হয়েছে, কীভাবে গোটা পরিস্থিতির মোকাবিলা করা হবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। গুজরাতে গত ২০ বছরে এই সাইক্লোনই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর আগে ১৯৯৮ সালে একটি ঘূর্ণিঝড় তান্ডবে প্রাণ গিয়েছিল প্রায় ৪ হাজার মানুষের। এদিকে, ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বাইও। গুজরাটে পরিদর্শনে গেলেও কেন মহারাষ্ট্রে গেলেন না, সেই নিয়ে প্রশ্ন তুলেছে শিবসেনা-এনসিপি সরকার। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুজরাট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ