Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিষ খাওয়া নিয়ে বিতর্ক গুজরাটে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

স্কুল চত্বরের একশ মিটারের মধ্যে থাকবে না আমিষ খাবারের স্টল বা গাড়ি। মন্দিরের আশপাশেও তা থাকতে পারবে না। রাস্তায় আমিষ খাবারের গাড়ি রাখা নিয়েও চালু কড়া নিয়মকানুন। বিজেপি-শাসিত আহমেদাবাদ, বদোদরা, রাজকোট ও ভাবনগর পুরসভার এ হেন ফতোয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে গুজরাটে।

এ সিদ্ধান্ত নিয়ে গুজরাটের নাগরিকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে। বিজেপি-র ভিতরেও মতবিরোধ দেখা দিয়েছে। রাজ্যের বিজেপি প্রধান সি আর পাটিল সব পুরসভার প্রধানদের বলেছেন, এই ধরনের নির্দেশ যেন দেয়া না হয়। এটা কিছু মানুষের বিশ্বাস হতে পারে। তবে দলের সিদ্ধান্ত নয়। গণমাধ্যম এবং সমাজমাধ্যমেও বিষয়টি নিয়ে বিপুল বিতর্ক শুরু হয়েছে। যার জেরে বিষয়টি নিয়ে মঙ্গলবার মন্তব্য করতে হয়েছে মুখ্যমন্ত্রী ভ‚পেন্দ্র প্যাটেলকে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমিষ খাওয়া নিয়ে তার সরকারের কোনো আপত্তি নেই। তবে খাবারের স্টলগুলিতে খারাপ খাবার বিক্রি করা হচ্ছে কি না, অস্বাস্থ্যকর খাবার বিক্রি হচ্ছে কি না, তা দেখার দেখার দায়িত্ব প্রশাসনের। মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও বিতর্ক থামছে না। নামপ্রকাশে অনিচ্ছুক গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জানিয়েছেন, কেবল আমিষ নয়, নিরামিষ খাবারের স্টলও বেআইনিভাবে রাস্তায় তৈরি হয়। নিরামিষ খাবারের স্টলেও অস্বাস্থ্যকর জিনিস দেওয়া হয়। তাহলে কেবল আমিষের কথা বলা হচ্ছে কেন? দ্বিতীয়ত, স্কুল এবং ধর্মীয় স্থানের সঙ্গে আমিষ খাবারের স্টলের কী সম্পর্ক? কেন স্কুলে একশ মিটারের মধ্যে আমিষ খাবার বিক্রি করা যাবে না?

গুজরাটে বসবাসকারী বাঙালি সৌম্য ঘটক জানিয়েছেন, কাজের সূত্রে গান্ধীনগরে থাকি। যে বাড়িতে ভাড়া থাকি, সেখানে ডিম খেলেও ভয়ে ভয়ে খেতে হয়। পাছে আমিষ খাবার নিয়ে কোনো আপত্তি ওঠে। এ যেন এক অন্য ভারতবর্ষ!

আমিষ খাওয়া বা না খাওয়া নিয়ে ভারতে সেই অর্থে কোনো আইন নেই। সকলে নিজের রুচি মতো খাবার খেতে পারেন। কেন গুজরাটে তা নিয়ে সমস্যায় পড়তে হবে, এ প্রশ্ন উঠছে। বলা হচ্ছে, গুজরাটে হিন্দু, মুসলিম সব ধরনের গোষ্ঠীর মানুষই থাকেন। সংখ্যাগরিষ্ঠ নিরামিষাশী হিন্দুদের দাবিকে যদি এত গুরুত্ব দেওয়া হয়, তাহলে সকলের সমান অধিকার রক্ষিত হবে কি?

মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, বিজেপি সভাপতির নির্দেশের পরেও বদোদরাতে সোমবারই পুরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিতেন্দ্র পাটিল নির্দেশ দিয়েছেন, ১৫ দিনের মধ্যেই প্রকাশ্য স্টলগুলি থেকে আমিষ সরিয়ে দিতে হবে। দিনকয়েক আগে মেয়র বলেছিলেন, ওসব গাড়ি রাখলে যান চলাচলের অসুবিধা হচ্ছে। তাছাড়া মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে। তবে রাজ্য সভাপতির নির্দেশ পাওয়ার পর মেয়র বলেছেন, তারা আর জোর করে গাড়িতে আমিষ বিক্রি বন্ধ করবেন না। তবে আমিষ ঢেকে রাখতে হবে। এই স্বাস্থ্যবিধি মানতে হবে।
গুজরাট রাজ্যে বিজেপি-র আইটি সেলের সাবেক প্রধান বলেছেন, মোদিজি আমিষ খান না। কিন্তু তিনি কোনোদিন আমিষ বিক্রি বন্ধ করেননি। এর সঙ্গে প্রচুর মানুষের রুটিরুজির প্রশ্ন জড়িত। তাই এই নির্দেশ ঠিক নয়। সূত্র : পিটিআই, এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ