Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিপ্রবি শিক্ষার্থীর উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলা

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৭:৫৬ এএম

স্থানীয় বখাটেদের ইন্ধনে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জুয়েল রানা রাজ। তাঁর বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার খলিলাবাদ গ্রামে।

বুধবার (১৯ মে) রাতে এ সন্ত্রাসী হামলার বিষয়টি জুয়েল রানা রাজ নিজেই নিশ্চিত করেছেন।

জুয়েল রানা রাজ বলেন, আমার বোনের বিয়ে শেষে গাড়িতে করে বরযাত্রীর যাওয়ার সময় এই হামলা চালায় সন্ত্রাসীরা। গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে তারা প্রথমে আমার ভাইয়ের উপর হামলা চালায়। পরে আমার গ্রামে এসে আমার বাড়ি-ঘর ভাঙচুর করে। এছাড়া এলাকার চেয়ারম্যান, মেম্বারের আশ্রয়-প্রশয়ে তারা এই হামলা চালাচ্ছে দাবি করেন তিনি এবং এলাকার বখাটে সজিব, ফরহাদসহ আরো বেশ কয়েকজন মিলে তাঁর পরিবারের উপর এই হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
রাজ বলেন, সন্ত্রাসীরা আমার পরিবারকে মারার জন্য এখনো আমার বাড়ির পাশে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। আমাদের পরিবারের সবাই ভয়ে বাড়ি ছেড়ে অন্য জায়গায় অবস্থান করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ঘটনা শুনে আমি জুয়েলকে ফোন দিয়েছি। পরিস্থিতি সামাল দিতে ঐ জায়গার ওসিকে ফোন দিয়ে কথা বলেছি। ওনি একজনকে গ্রেফতার করেছেন বলে আমাকে জানিয়েছেন। তবে এ ব্যাপারে জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করে তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামকে পাওয়া যায় নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ