Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অক্সিজেন সিলিন্ডার ব্যবহারে সতর্কতা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১২:০২ এএম

সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মহামারী করোনা ভাইরাস। প্রতিনিয়ত এ-ই ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে এবং বেড়ে চলেছে মৃত্যু। বাংলাদেশেও এর বাইরে নয়। রোগীদের শ্বাসকষ্ট বাড়তে থাকায় তারা হাসপাতালে ভিড় জমাচ্ছে, কিন্তু হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার না থাকায় অনেকেই নিজ বাড়িতেই অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছে। কিন্তু অনেক মানুষ সিলিন্ডারের যথার্থ ব্যবহার জানে না। কী পরিমাণে ব্যবহার করতে হবে সে সম্পর্কে অধিকাংশ লোকের ধারণা নেই। বিভিন্ন হাসপাতালে দেখা যায় সিলিন্ডারের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কিছুদিন আগেও করোনা ইউনিটে এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিলো। তাই এমন ধরনের দুর্ঘটনা এড়াতে হলে বাড়িতে সিলিন্ডার ব্যবহারের পূর্বে ডাক্তারদের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে।
প্রসেনজিৎ কুমার রোহিত
শিক্ষার্থী, ঢাকা কলেজ।


বৃক্ষরোপণের গুরুত্ব
মানবজীবনের জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। কেননা পরিবেশ মানুষের জীবনের বিকাশকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ভালো মানুষের জন্য চাই ভালো পরিবেশ। পৃথিবীতে জীবনের অস্তিত্বের জন্য প্রথম ও প্রধান পূর্বশর্ত হচ্ছে সুস্থ ও প্রশান্ত পরিবেশ। কিন্তু নানাবিধ কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন বৃক্ষের। আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের বনায়ন বৃদ্ধি করা উচিৎ। অন্যথায় গ্রিনহাউজ ইফেক্টের করাল গ্রাস থেকে মানবসভ্যতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। সুতরাং আমাদের বনভূমির পরিমাণ বাড়ানো একান্ত প্রয়োজন। তাই আসুন, সরকারি-বেসরকারি এমনকি ব্যক্তি উদ্যোগে যত বেশি সম্ভব বৃক্ষ রোপণ করি।
শাকিবুল হাসান
শিক্ষার্থী, বরেন্দ্র কলেজ রাজশাহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন