গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিন জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে
মুসল্লিদের ঢল নামে । পর্যায় ক্রমে ৫ টি জামায়াত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামায়াতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। স্বাস্থ্যবিধি মেনেই এসব জামায়াত হয়।
বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল ৭টায়। এত ইমামতি করেন মুফতি মিজানুর রহমান। দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন মুফতি মুহিববুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন মাওলানা এহসানুল হক।
করোনাভাইরাস মহামারিতে সংক্রমণ রোধে গত বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদ জামায়াত হয়নি। এ কারণে ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের ভিড়। তবে মুসল্লিদের মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ছিল কর্তৃপক্ষের কড়াকড়ি।
নামাজে দেশ ও বিশ্বের করোনামুক্তির জন্য দোয়া করেন ইমাম।
ঈদের নামাজ শেষে আগের মতো একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। মুসল্লিদের অনেককে ব্যবহার করতে দেখা যায় হ্যান্ড স্যানিটাইজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।