গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঈদ মুবারক। শুক্রবার সকালে বায়তুল মোকাররমে প্রথম জামায়াত শেষে মুসল্লিদের একে অপরকে এভাবে সম্বোধন করতে দেখা যায়। এ সময় সবার মাঝে করোনাভাইরাসের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। সবার সবার মুখে মুখে ছিলো ঈদ মুবারক।
শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলান অনেকে। এসময় একে অপরের কৌশল জানতে চান। নামাজ শেষে স্বজনদের সঙ্গে কোলাকুলি ও করমর্দন করতে দেখা যায় অনেক মুসল্লিকে।
সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঘুরে দেখা যায়, সকাল ৬টা থেকেই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে থাকেন। প্রবেশমুখে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে মুসল্লিদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। এছাড়া যেসব মুসল্লিদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।