Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে জমি নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আহত ৫, আটক ৫

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ৩:৪০ পিএম

নাটোরের লালপুরে জমি নিয়ে ছোট ভাইদের সাথে বিরোধের জেরে সংঘর্ষে বড় ভাই জান আলী (৬৫) নিহত হয়। এসময় অন্তত ৫ জন আহত হয়।

আজ শুক্রবার (০৭ মে) বেলা ১২ টার দিকে উপজেলার আটটিকা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, ‘উপজেলার আটটিকা গ্রামের মফিজ উদ্দিনের বড় ছেলে জান আলীর সাথে জমি-জমা নিয়ে তার ছোট ভাইদের বিরোধ বাধে। এনিয়ে আজ শুক্রবার বেলা ১২ টার দিকে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে জান আলীসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান আলীকে মৃত ঘোষনা করেন। এঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ